২০২৪ সালে রোজা কত তারিখে শুরু হবে?
রমজান মাস সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা একটি ফরজ ইবাদত। হিজরি সনের নবম মাস রমজানে অত্যন্ত মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে রমজান পালন করা হয়ে থাকে। হিজরি সনের মাসগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল।
তাই রমজান মাস কত তারিখে কিংবা কোন দিন শুরু হবে তা নিশ্চিত করে বলা অনেকটা অসম্ভব। তবে আধুনিক বিজ্ঞান ও জৌতিশাস্ত্রের কল্যাণে এখন আগে থেকে জেনে নেওয়া সম্ভব যে, রমজানের চাঁদ কিংবা ঈদুল ফিতর বা শাওয়াল মাসের চাঁদ কবে উদিত হচ্ছে। ২০২৪ সালে ১০ মার্চ থেকে থেকে রোজা শুরু হয়ে যাবে।