কি আর পেলাম স্বাধীন করেকবি: আজিজুর রহমান আজাদ
কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে, গরীব মারার ফাঁদ । ধনীরা সব ধনী হবে, গরীব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি, এমন একটা দেশ। হাড়ভাঙ্গা পরিশ্রমে, গরীব ঝরায় ঘাম রাজা আছে মহা সুখে, প্রজা পায়না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতাএমন স্বাধীন পেলাম আমরা, কেউ শােনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হচ্ছে দেশদেশের টাকা বিদেশ নিয়ে, দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লােকেই, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম, এমন স্বাধীনতা।
কবিতা