কবিতা - ”উন্নয়নের ধারা” (বাংলাদেশের উন্নয়নের বাস্তব কথা)
কবি: অজানা
ভাত না খেয়ে কুঁড়া খাবি
নয়তো খাবি তোষ,
ফলের বদল খেতে পারিস
মিষ্টি কুমড়ার জুস।
পেঁয়াজ দিয়ে খাসনে সালাদ
পেঁপে দিয়ে চালা,
মাংস খাওয়ার ইচ্ছে হলে
মুখে মারিস্ তালা।
মাছ খাওয়াটা বাদ দিয়ে দে
বাজার ভীষণ চড়া,
মাছ না খেয়ে গর্ত থেকে
ব্যাঙ ধরে খাইস তোরা।
বেগুন দিয়ে চলবেনা আর
বেগুনি ভাজার ধারা,
কুমড়া দিয়ে চালাবি সেটা
যতই থাকুক প্যারা।
পেয়াজ ছাড়া রান্না হবে
আমরাও খাই তা-ই,
কম খেয়ে তাই চালের অভাব
মিটাতে হবে ভাই।
বার্গার খাবি খেতে পারিস
তবে মাংস ছাড়া,
কাঠাল দিয়ে বানাবি সেটা
যেমনেই পারিস তোরা
সিদ্ধ করে কচু খাবি
তেল ছাড়া খা আলু,
মাসলা- পাতি কমই খাবি
পেটটা থাকুক ভালো।
কেউবা খাবি কেউবা পাবি
কেউবা যাবি মারা,
এমনি করে জিন্দা রাখিস
উন্নয়নের ধারা।