চাকুরীর ইন্টারভিউয়ে যে বিশেষ ভুলগুলো করবেন না

চাকুরীর ইন্টারভিউয়ে যে বিশেষ ভুলগুলো করবেন না

ছোট-ভুল একবার-দুবার ঠিক আছে কিন্তু ইন্টারভিউতে বসে এই ছোট-ভুলের সংখ্যা বেশি হয়ে গেলেই তখন আপনার ব্যাপারে নিয়োগকর্তাগণ নেতিবাচক ধারণা পোষণ করতে পারে, যা আপনাকে নিয়োগ-সিদ্ধান্তে বাধার কারন হয়ে দাড়াতে পারে। নিম্নে সেগুলোর ব্যাপারে পয়েন্ট-আউট করা হলো -

কেন সন্তানকে "অভাব" শিখাবেন

ইন্টারভিউয়ে যে বিশেষ ভুলগুলো করবেন না

  1.  দেরিতে উপস্থিত হওয়া। 
  2. যথাযথ পোশাক না পরা। 
  3. ফোন সাইলেন্স না করা। 
  4. ফোন আসলে আবার ফোন ধরার অনুমতি চাওয়া। 
  5. অফিসের সুযোগ-সুবিধা, ছুটি-ছাটা সংক্রান্ত কোন প্রশ্ন করে বসা। 
  6. Previous Company কিংবা present company এর ব্যাপারে কোনরূপ নেতিবাচক মন্তব্য করা। 
  7. ইন্টারভিউ দিতে আসা কোম্পানির ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করা (যেটা সাধারনত গুগলিং না করে গেলে হয়)।
  8. ইন্টারভিউ দিতে আসা কোম্পানির ব্যাপারে অবজ্ঞা প্রকাশ পায় এমন কিছু বলা। 
  9. নিয়োগকর্তার উত্তরে প্রতিটি কথা সংক্ষিপ্ত ও শিরোনাম-টাইপে বলা। ব্যাখ্যামূলক উত্তরে না যাওয়া। 
  10. দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করা। 
  11. চোখে চোখ না রেখে কথা বলা কিংবা কথা বলার সময় চোখ সরিয়ে ফেলা। 
  12. নিয়োগকর্তার প্রশ্নে কি চাচ্ছে তা বুঝতে পারা, না পারলে আবার জিজ্ঞেস করে উত্তর দেয়া। 
  13. প্রশ্ন এড়িয়ে যাওয়া।
  14. প্রশ্নকর্তার কথায় গুরুত্ব না দেয়া কিংবা তাকে প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর শুরু করে দেয়া। 
  15. প্রশ্নের ভুল অনুমান করে উত্তর দেয়া। 
  16. সঠিকভাবে উত্তর না দেয়া। 
  17. উত্তর দেয়ার ক্ষেত্রে আমতা আমতা করা। 
  18. খুব লো-টোনে/ভয়েসে কথা বলা। 
  19. খুব বেশি আত্ববিশ্বাস দেখানো।
  20. নিজের কোন গুনের/বিশেষণের সুপারলেটিভ ফর্মে থাকার কথা স্বীকার করে, আবার সে ব্যাপারে উল্লেখযোগ্য ঘটনাবহুল কোন উদাহরনের অবতারনা না করতে পারা। 
  21. বার বার এক্সকিউজমি / ক্ষমা চাওয়া।
  22. “এখন সব ভালো চাকরি মামা-চাচার জোরেই হয় কিংবা ভালো-চাকরি ত সোনার হরিণ…” –এরকম বিশ্বাস পোষণ করা। এটা একটা অটো-ডিমোটিভেশনাল টুলস যা আপনার ১০০% যোগ্যতা থাকার পরেও চাকরিটি না হওয়ার একমাত্র কারন হতে পারে। 
  23. অসম্পুর্ন সিভি, ফরমেট অনুযায়ী সিভি না-সাজানো থাকা। আবার অনেক সময় সিভিতে ছবিও থাকে না। 
  24. প্রয়োজনীয় কাগজপত্র না আনা। 
  25. ‘আমার জবের তেমন কোন দরকার নেই, জব না করলেও দিন চলে যাবে।’ –এইসব ভাইবে কথা বলার অপর নাম নিজের পায়ে কুড়াল মারা। 
  26. নার্ভাস হওয়া যাবে না। 
  27. করুনা করে কথা বলবেন না বা এমন করে কথা বলবেন না যাতে করে আপনি তাদের কাছে অনুনয় বিনয় করছেন বোঝা যায়। 
  28. কথা বলার সময় শুধু একজনের দিকেই দৃষ্টি ফিক্স করে না রাখা। 
  29. ড্যাম-কেয়ার মনোভাব আপনার এটিচ্যুডে প্রকাশ পাওয়া। 
  30. একেবারে গোমড়োমুখো হয়ে থাকা।

দ্বিমত থাকলে বা ব্যাখ্যা জানতে চাইলে আশা করি কমেন্ট করে জানবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url