কিভাবে গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর (QI) পদে চাকুরি নিতে হয়
আমরা যারা মধ্যেবিত্ত পরিবারে, তাদের বেশির ভাগই SSC কিংবা HSC পাশ করার পর চাকরি খুঁজতে হয়। কারণ ১৮-২০ বছর বয়স হওয়ার পরপরেই পরিবারের দায়িত্বের হাল কাঁধে চলে আসে, স্বাভাবিক ভাবে পড়াশুনা চালিয়ে যাওয়া অনেকেরেই সম্ভব হয় না। তাই, ছুটতে হয় চাকরির পিছনে। কিন্তু চাকরি পাওয়াটাও এক মহাযুদ্ধ, এই যুদ্ধে সবাই কাঙ্খিত সফলতা পায় না।
বিভিন্ন ভাবে অনেক চেষ্টা করার পর, সর্ব শেষে হয়তো অনেকেই সহজেই একটা চাকরি পাওয়ার জন্য গার্মেন্টস এ চাকরির করার কথা ভাবতে পারেন। যদি তাই হয়, তাহলে এই লেখাটি শুধু আপনার জন্য।
গার্মেন্টসে বিভিন্ন পদে, বিভিন্ন ধরণের যোগ্যতার প্রয়োজন হয়। আজ যেহেতু কোয়ালিটি ইন্সপেক্টর (Q.I ) পোস্টে চাকরি কিভাবে পাওয়া বা নেয়া যায় সে নিয়ে আলোচনা করব, তাই অন্য পোস্ট গুলো নিয়ে পরের কোনো লেখায় কথা হবে।
কোয়ালিটি ইন্সপেক্টর চাকুরির শিক্ষাগত যোগ্যতা:
- ছেলে: গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর চাকুরীর জন্য ছেলেদের জন্য কমপক্ষে HSC পাশ করতে হবে।
- মেয়ে: গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর চাকুরীর জন্য মেয়েদের জন্য কমপক্ষে SSC পাশ করতে হবে।
শারীরিক যোগ্যতা:
গার্মেন্টসে চাকুরীর জন্য শারীকিক যোগ্যতা তেমন কোনো বিষয় নয়। তবে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য উঁচু লম্বা, স্পষ্টভাষী ও সুদর্শনদের বেশি অগ্রাধিকার দেয়া হয়।
কিভাবে গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর (QI) চাকুরি নিতে হয়:
গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর (QI) চাকুরি নেয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে মাসের ০১ থেকে ০৭ তারিখে সকাল ৮.০০ টার মধ্যে আপনি যে গার্মেন্টসে চাকরি নিতে চান, সেই গার্মেন্টস এর গেইটে উপস্থিত থাকতে হবে।
যারা কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগ করে, কোয়ালিটি কন্টোলার বা কোয়ালিটি ইনচার্জ, এমন কেউ এসে যখন ডাকাডাকি করবে: কোয়ালিটি চাকুরী প্রার্থী কেউ আছে নাকি ? তখন আপনাকে সাড়া দিতে হবে বা তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে এবং বলতে হবে যে আপনি কোয়ালিটি তে চাকুরী করতে ইচ্ছুক। ঐ নিয়োগকারী প্রথমে আপনাকে কিছু প্রশ্ন করবে আপনি যদি ঠিক মতো ৭০-৮০% উত্তর দিতে পারেন তাহলে আপনাকে সে নির্বাচন করবে।
নিয়োগকারী প্রথমে যে সকল প্রশ্ন করবেন তা হলো:
- আগে কোথায় চাকরি করেছেন?
- কতদিন চাকরি করেছেন?
- আগে কেন চাকরি ছেড়েছেন?
- কোন কোন প্রসেসে কাজ করেছেন?
- মেজারমেন্ট বুঝেন কি না? উত্তর: এখানে দেখুন
- সেলাই কত প্রকার ও কি কি? উত্তর: এখানে দেখুন
- ১ ইঞ্চিতে কত সুতা বা কত সুতা এক ইঞ্চি?
- ১ CM কত সুতা অথবা কত সুতায় এক CM?
- ১/৪ কত সুতা অথবা কত সুতা ১/৪?
- ১/৮ কত সুতা অথবা কত সুতা ১/৮?
- অল্টার কত প্রকার কি কি? উত্তর: এখানে দেখুন
- ১০ টি ক্রিটিকাল অল্টারের নাম বলুন?
- SPI কি?
- DHU কি?
- DHU এর সূত্র কি? ইত্যাদি প্রশ্ন করবে।
ভয় পাওয়ার কিছু নেই, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন বা এর আগে গার্মেন্টসে কখনও কাজ করেন নাই। তাহলে প্রথম কয়েকটি প্রশ্নের জন্য আপনার কিছুটা মিথ্যার আশ্রয় নিতে হবে। যেমন: আগে কোথায় কাজ করছেন বা কত দিন কাজ করেছেন অথবা কোন কোন প্রসেসে কাজ করেছেন (কোনভাবেই বলবেন না যে আপনি নতুন বা আগে কোথাও কাজ করেন নাই, তাহলে সে আপনার সাথে আর কোনো কথাই বলবে না এবং আপনাকে রিজেক্ট করবে )।
এ সকল প্রশ্নের উত্তরে, আশেপাশের কোনো নামকরা ফ্যাক্টরির নাম বলবেন, যেন নাম শুনে চিনতে পারে এবং কমপক্ষে ১ থেকে দেড় বছর কাজ করার অভিজ্ঞতার কথা বলবেন (আপনি যদি উপরের প্রশ্নগুলোর উত্তর বলতে পারেন, তাহলে সে বুঝে নিবে যে আপনি ১ বছরের বেশি কাজ করেছেন)। প্রসেসের কথা জিজ্ঞেস করলে বলবেন যে, আপনি প্যান্টের ব্যাক পার্ট (BACK PART) -এ কাজ করেছেন, কারণ প্যান্টের ব্যাক পার্ট একটি সহজ প্রসেস, এখানে বেশি প্রশ্ন করতে পারবে না।
প্রয়োজনীয় কাগজপত্র
নিচের সকল কাগজের মূলকপি ও ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে:- জাতীয় পরিচয়পত্র
- একাডেমিক সনদ (সার্টিফিকেট)
- নাগরিক সনদপত্র (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সীল ও সাক্ষর করা)
- পাসপোর্ট সাইজের ছবি (৩/৪ কপি)
[[ গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগে যেসকল প্রশ্ন করা হয়ে তা: এখানে দেখুন ]]
সকল কাজপত্র ঠিক থাকলে, আপনাকে ফ্যাক্টরির অফিসের ভিতরে নিয়ে যাওয়া হবে। কোয়ালিটি অডিটর বা কোয়ালিটি ম্যানেজার এর ইন্টারভিউ হতে পারে (তবে সকল ফ্যাক্টরিতে হয় না)। কিন্তু যদি এই ইন্টারভিউ হয়, তবে ঐ সকল প্রশ্নই করা হবে।
এর পর আপনাকে এডমিন বিভাগে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনার সকল কাজ কাগজ পত্র যাচাই করা হবে, সে গুলো আসল না কি নকল। কাগজ পত্র ঠিক থাকলে একটি লিখিত পরীক্ষা নেয়া হবে (সকল ফ্যাক্টরিতে লিখিত পরীক্ষা নেয়া হয় না )। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন এবং ঐ সকল প্রশ্নই থাকবে।
পরীক্ষার ফলাফল ৩০ মিনিটে থেকে ১ ঘণ্টার মধ্যে হবে। তার পর আপনার নম্বর অনুযায়ী বেতন ধরা হবে এবং একটি সাময়িক গেইট পাশ দেয়া হবে। তার পর কাজের জন্য ফ্লোরে পাঠানো হবে। সেই দিন বা পরের দিন নিয়োগ পত্র এবং ফ্যাক্টরির আই.ডি কার্ড দেয়া হবে।