দক্ষ কোয়ালিটি হতে মেজারমেন্ট টেপের হিসাব জানা জরুরি

দক্ষ কোয়ালিটি হতে মেজারমেন্ট টেপের হিসাব জানা জরুরি

যারা দক্ষ কোয়ালিটি হতে চান ? শুধু তাদের জন্য আমার আজকের পোস্ট , এখানে আমি আপনাদের জন্য মেজারমেন্ট টেপের হিসাব গুলো উল্লেখ করেছি , যা আপনার কোয়ালিটি ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাহলে আসুন তার আগে কিঁছু প্রশ্নোত্তর নেয়া যাক :

১. Q.I এর পূর্ণরূপ কি ?

উত্তর: Quality Inspector


২. S.P.I এর পূর্ণরূপ কি ?

উত্তর: Stitch Per Inch


৩. D.H.U এর পূর্ণরূপ কি ?

উত্তর: Defect per Hundred Unit.


৪. D.H.U বের করার সূত্র কি ?

 উত্তর: Defects × 100 ভাগ Total Cheek Quantity






আমরা জানি যে,
  • ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
  • ১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
  • ১২ ইঞ্চি = ১ ফুট
  • ৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
  • ৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার


আপনার মেজার্মেন্ট এর ভালো জ্ঞান এর জন্য আরও জানতে হবে :

১ম অংশ

  • ১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
  • ১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার
  • ২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার
  • ৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
  • ৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
  • ৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
  • ৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
  • ৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার

২য় অংশ

  • ১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটার
  • ৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার
  • ৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার
  • ৭/১৬ ইঞ্চি = ৩. ১/২  (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার
  • ৯/১৬ ইঞ্চি = ৪. ১/২  (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার
  • ১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার
  • ১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মিলিমিটার
  • ১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার

হাজারের মাপ:

  • ১২৫ = ১ সুতা বা  ১/৮
  • ২৫০ = ২ সুতা বা  ১/৪
  • ৩৭৫ = ৩ সুতা বা  ৩/৮
  • ৫০০ = ৪ সুতা বা  ১/২
  • ৬২৫ = ৫ সুতা বা  ৫/৮
  • ৭৫০ = ৬ সুতা বা  ৩/৪
  • ৮৭৫ = ৭ সুতা বা  ৭/৮
  • ১০০০ = ৮ সুতা বা  ১ ইঞ্চি

১টি মেজার্মেন্ট টেপ এ সাধারণত ৫' ফুট বা ৬০" ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার

  • ইঞ্চি = ২.৫৫  সি.এম
  • ১ সুতা = ০.৩১  সি.এম
  • সুতা = ০.৬৩  সি.এম
  • সুতা = ০.৯৩  সি.এম
  • সুতা = ১.২৭  সি.এম
  • সুতা = ১.৫৫  সি.এম
  • সুতা = ১.৮৬  সি.এম
  • সুতা = ২.১৭  সি.এম
  • সুতা = ২.৫৫  সি.এম
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url