বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কী? কিভাবে খুলবো, সুবিধা কী কী?
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি?
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট বা PRA হচ্ছে অনলাইন বা ফেইসবুকের ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী এবং যে কোনো দোকানের পণ্য বেচাকেনার লেনদেন করার উপযোগী বিকাশ একাউন্ট। বিকাশ গ্রাহকরা পেমেন্ট সুবিধার মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে।
পার্সোনাল রিটেইল একাউন্ট কত ধরনের-
পার্সোনাল রিটেইল একাউন্ট দুই ধরনের ।
- সীমিত লেনদেন উপযোগী পার্সোনাল রিটেইল একাউন্ট (অফলাইন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার) প্রতিটি লেনদেনের পরিমাণ সর্বোচ্চ ৯৯৯ টাকা ।
- সম্পূর্ণ লেনদেন উপযোগী পার্সোনাল রিটেইল একাউন্ট (অনলাইন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার)প্রতিটি লেনদেনের পরিমাণ সর্বোচ্চ ২০০০ টাকা ।
বিকাশ পার্সোনাল রিটেইল (PRA) একাউন্টের সার্ভিসসমূহ-
পেমেন্ট গ্রহণের সুবিধা-
আপনি বিকাশ গ্রাহকের পাঠানো পেমেন্ট পার্সোনাল রিটেইল একাউন্টে গ্রহণ করতে পারবেন। যেকোনো বিকাশ গ্রাহক আপনার একাউন্টের QR স্ক্যান করে বা সরাসরি মোবাইল নম্বর দিয়ে অথবা পেমেন্ট গেটওয়ে দিয়ে কোনো চার্জ ছাড়াই পেমেন্ট করতে পারবে।
সেন্ড মানি সুবিধা-
আপনি আপনার বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট থেকে যেকোনো গ্রাহককে সেন্ড মানি ফিচার ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। (এক্ষেত্রে নির্দিষ্ট চার্জ ও লিমিট প্রযোজ্য হবে)।
এজেন্ট এবং এটিএম থেকে ক্যাশ আউট সুবিধা-
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার প্রয়োজনে যে কোন বিকাশ এজেন্ট, ব্র্যাক ব্যাংক ও Q-ক্যাশ এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবে (নির্দিষ্ট চার্জ ও লিমিট প্রযোজ্য)।
অন্য রিটেইল একাউন্ট এবং মার্চেন্ট একাউন্টে পেমেন্ট সুবিধা-
যে কোন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার অন্য পার্সোনাল রিটেইল একাউন্টে পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি বিকাশ মার্চেন্ট প্লাস, মার্চেন্ট প্লাস লাইট AOB , মিডিয়াম, স্মল ও মাইক্রো একাউন্টেও পেমেন্ট করতে পারবে (নির্দিষ্ট চার্জ ও লিমিট প্রযোজ্য)।
পার্সোনাল রিটেইল একাউন্ট (PRA) এবং ব্যাংক একাউন্ট লিংক আপ সুবিধা-
যেকোনো পার্সোনাল রিটেইল একাউন্টের সাথে উক্ত একাউন্ট হোল্ডারের ব্যাংক একাউন্ট যুক্ত করা যাবে এবং ঐ পার্সোনাল রিটেইল একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্র্যান্সফার করা যাবে। এই সুবিধাটি ভবিষ্যতে শুধুমাত্র মার্চেন্ট অ্যাপ থেকে পাওয়া যাবে (এজন্য নির্দিষ্ট চার্জ ও লিমিট প্রযোজ্য)।
একাউন্ট খুলতে যা যা প্রয়োজন-
পার্সোনাল রিটেইল একাউন্ট বা PRA খুলতে নিচের ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে:
- আপনার জাতীয় পরিচয়পত্র
- নিজ নামে নিবন্ধিত একটি বৈধ মোবাইল নাম্বার, যেটা দিয়ে আগে কোনো বিকাশ একাউন্ট খোলা হয়নি (যে জাতীয় পরিচয়পত্র দ্বারা সিম কার্ড রেজিস্টার্ড, পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে)
- মোবাইল সিম কার্ডের মালিকানার প্রমাণপত্র
- ইউটিলিটি বিলের কপি (ঐচ্ছিক)
- ই-মেইল (প্রযোজ্য ক্ষেত্রে আবশ্যক)
- নমিনির জাতীয় পরিচয়পত্র(যদি প্রযোজ্য হয়)
- পেশার প্রমাণপত্র (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার জন্য প্রযোজ্য)
একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশনে সহযোগিতা পাবার জন্য কল: ১৬২৪৭ নাম্বারে বা ইমেইল: support @bKash.com অথবা যোগাযোগ করুন লাইভ চ্যাট এ (https://livechat.bkash.com/)